উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ,সদর ,ঝিনাইদহ-এর তত্ত্বাবধানে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্য শিক্ষা এবং মাঠ পর্যায়ে শিশু ও কিশোরীদের বিভিন্ন রোগ প্রতিরোধী রুটিন ইপিআই কার্যক্রম পরিচালিত হয়। অত্র কার্যালয়ে একটি স্থায়ী ইপিআই কেন্দ্র অবস্থিত যেখানে সরকারি ছুটির দিন ব্যাতীত নিয়মিত অফিস চলাকালীন সময়ে টীকা প্রদান করা হয়।
এছাড়া মাঠ পর্যায়ে দুইটি ইউনিয়ন -উপ স্বাস্থ্য কেন্দ্র -সাধুহাটি ও হরিশংকরপুর -এ রয়েছে। স্বাস্থ্য কেন্দ্র দুইটিতে নিয়মিত রোগিদেরকে বহির্বিভাগীয় সেবাপ্রদান হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ।
ইউনিয়ন পর্যায়ে ৪২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেখানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ নিয়মিত রোগীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন এবং গর্ভকালীন সেবা ও নবজাতকের স্বাস্থ্য সেবা দেন।একই সাথে এখান থেকে নির্দিষ্ট কিছু ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
বিভিন্ন সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন ,কৃমি নাশক ঔষধ সেবন করানোর প্রোগ্রাম ,ক্ষুদে ডাক্তার কার্যক্রম সহ রোগ প্রতিরোধের জন্য বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম চালু থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS