0১) উপজেলা স্বাস্থ্য অফিসঃ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা নিশ্চিতকল্পে ইউনিয়ন ও তদনিম্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, উপকরণ ব্যবস্থাপনা, কার্যক্রম তদারকী/মনিটরিং,সমন্বিত প্রতিবেদন প্রস্তুত ও যথাযথ কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন।
0২) ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রঃ সাধুহাটি ও হরিশংকরপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রঃ
সেবা গ্রহিতাগণ যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন
১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন
ট্যাবলেট সরবরাহ করা হয়।
৪. জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়। উল্লেখ্য যে, হরিশংকরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে এক্টি কফ পরীক্ষার পেরিফেরাল ল্যাব রয়েছে যেখানে নিমিত যক্ষা পরীক্ষা করা হয়।
এছাড়া যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।
৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।
৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কার্যক্রমপরিচালনা করা হয়।
৮. প্রয়োজনে রোগীকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
অতএব ,আপনার কোন রকম স্বাস্থ্য সমস্যায় আপনি যোগাযোগ করতে পারেন ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র সমুহে মেডিকেল অফিসার ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এর সংগে।
০৩। কমিউনিটি ক্লিনিকঃ
কমিউনিটি ক্লিনিক হল বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই ক্লিনিকগুলো প্রতিষ্ঠা করা হয়েছে ।ঝিনাইদহ সদর উপজেলায় সর্বমোট ৪২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে ।
০৪) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)
ইপিআই কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় প্রচার মাধ্যম ও আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচার করা হয়। নির্ধারিত দিনে ০-১১ মাস বয়সি শিশুদের নিয়ে আসতে হয়। অতঃপর কর্মসূচি অনুযায়ী (প্রাপ্যতা অনুযায়ী) যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনয়েঞ্জা বি, হাম ও রুলা এই ৯টি রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয়। টিকা প্রদানের পর নতুনদের পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করে টিকাদান কার্ড দেওয়া হয় এবং পুরাতনদের কার্ডে পরবর্তী টিকাদানের তারিখ উল্লেখ করা হয়।
১৫-৪৯ বছরের মহিলাদের সিডিউল অনুযায়ী ৫ ডোজ টিডি টিকা প্রদান করা হয়ে থাকে।
সেবা প্রাপ্তির সময়ঃ ৫-১০ মিনিট
প্রয়োজনীয় ফিঃ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়
সেবা প্রাপ্তির স্থানঃউপজেলা স্বাস্থ্য অফিস ,সদর ,ঝিনাইদহ ও তদনিম্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ( ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র সাধুহাটি ও হরিশংকরপুর ,ইউনিয়ন সমূহে অবস্থিত ৪২টি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়নের সাবেক তিন ওয়ার্ডের প্রতিটির ৮টি সাব-ব্লকের পূর্ব নির্ধারিত স্থান সমূহে)।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীঃ স্বাস্থ্য সহকারী
প্রয়োজনীয় কাগজপত্রঃ ১। জন্ম নিবন্ধন সনদ
২।টিকা কার্ড
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তাঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সদর ,ঝিনাইদহ।
আপনার শিশু এবং সন্তান ধারনক্ষম মহিলাদের বিভিন্ন টিকা সম্পর্কে জানতে এবং টিকা গ্রহনের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ স্থায়ী / অস্থায়ী টিকাদান কেন্দ্র সমুহে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS