Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
TYPHOID VACCINATION CAMPAIGN 2025
Details
                                       

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫

বিশ্বে টাইফয়েড আক্রান্তের হার বাংলাদেশে সবচেয়ে বেশি মনে করা হয়।এ আক্রান্তের হার ও মৃত্যু কমানোর লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে টিসিভি,টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন যা, একটি নিরাপদ, কার্যকর এবং নিয়মিত টিকাদান কর্মসূচীর জন্য WHO দ্বারা সুপারিশকৃত টিকা ,যা টাইফয়েড জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এর জন্য এক্টি স্বল্প খরচ ও সমন্বিত পদ্ধতির অংশ হিসাবে নিরাপদ পানি ,স্বাস্থ্যকর স্যানিটেশান এবং স্বাস্থ্যবিধির সাথে যুক্ত। 
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি(ইপিআই) কর্তৃক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,২০২৫ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ক্যাম্পেইনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে,নার্সারি/কিন্ডার গার্টেন হতে নবম শ্রেণি/সমমান শ্রেণির ছাত্র-ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯মাস হতে ১৫ বছরের কমবয়সী শিশুদের ১ডোজ টাইফয়েড ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে।
তাই ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন এবং সদর পৌরসভার সকল শিক্ষাপ্রতিষ্ঠান(সরকারি,বেসরকারি, প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী,কওমি/আলিয়া মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান,ইংলিশ মিডিয়াম/ভার্সন ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠান) এর শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রী ও কমিউনিটিতে ৯ মাস হতে ১৫ বছরের কমবয়সী শিশুদের সংখ্যা নিরূপণ, রেজিস্ট্রেশন ও তালিকা প্রণয়নে ঝিনাইদহ সদর উপজেলার সংশ্লিষ্ট সকলের সহযোগীতা প্রত্যাশা করছে স্বাস্থ্যবিভাগ।
   
এ ক্যাম্পেইন  সম্ভাব্য পহেলা সেপ্টেম্বর/২৫ ইং হতে শুরু হয়ে মাসব্যাপী  চলবে।


ভ্যাকসিনের তথ্য

নামঃ           TCV (Typhoid Conjugate Vaccine)

ডোজ: মাত্র ১টি (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে

উদ্দীষ্ট জনগোষ্ঠীঃ 

স্কুল পর্যায়ে:- নার্সারী,প্লে থেকে ৯ম/ সমমান শ্রেণীর সকল ছাত্র/ছাত্রী।

কমিউনিটি পর্যায়ে:- সকল ইপিআই টিকাদান কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের স্কুল বহির্ভূত সকল শিশু,কিশোর/ কিশোরী।


🔹 টিকা নিতে যা দরকার:

✔ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ (না থাকলে এখনই করে ফেলুন)।

✔ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান।

✔ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ।

🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:

👉 https://vaxepi.gov.bd

🔹 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।

➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।

🔹যারা এখনো রেজিস্ট্রেশন করেননি 

১. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন

২. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন

#করা নিতে পারবে না? 

১।গর্ভবতী মা 

২। ব্রেস্ট ফিডিং মা ।

৩।এলার্জিক রিঅ্যাকশন (টিকা নিলে এলার্জি হয় এরকম পূর্বের ইতিহাস ছিল)

বাচ্চারা একবার দিলে কি আবার দিতে পারবে?

এই টিকার কার্যকারিতা থাকে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত।সুতরাং বাচ্চারা একবার নিলে আবার টিকাটি নিতে পারবে।


 টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।এখনই প্রস্তুতি নিন,শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন!

Images
Attachments
Publish Date
02/03/2025
Archieve Date
31/01/2026