Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

১)  উপজেলা অফিসঃ  তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সরকারী কর্মসূচি ওয়ান স্টপ সার্ভিস ও ডমিসিলিয়ারী সার্ভিস’ এর মাধ্যমে বাস্তবায়নের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন  ইউনিয়ন ও তদনিম্ম পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের  প্রশসনিক ও আর্থিক ব্যবস্থাপনা, উপকরণ ব্যবস্থাপনা, কার্যক্রম তদারকী/মনিটরিং,সমস্বিত প্রতিবেদন প্রস্ত্তত ও যথাযথ কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন।

২) ইউনিয়ন স্বাস্থ্য ওপরিবার কল্যান কেন্দ্র  হইতেঃ নিরাপদ ডেলিভারী,গর্ভকালীন পরিচর্যা,গর্ভোত্তর পরিচর্যা,প্রজনন স্বাস্থ্য সেবা,সীমিত আকারে সাধারন রোগীর সেবা,০-৫ বছরের শিশুদের পরিচর্যা ও চিকিৎসা, বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান ও সচেতনতা বৃদ্ধি মূলক পরামর্শ প্রদান ,ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত পরামর্শ প্রদান,এম আর সেবা,পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে  উদ্বুদ্ধকরণ,পরিবার পরিকল্পনার খাবার বড়ি,ইনজেকশন,কনডম,আইইউডি পদ্ধতির সেবা প্রদান ।

ক্র্যাশ প্রোগ্রামের আওতায় অস্থায়ী বন্ধ্যাকরণ ক্যাম্প বাস্তবায়নে পরিচালনা এবং নির্বাচিত সেবাকেন্দ্র থেকে সার্বক্ষণিক  প্রসূতি/ডেলিভারী সেবা প্রদান।

৩)স্যাটেলাইট ক্লিনিকঃ গর্ভকালীন পরিচর্যা,গর্ভোত্তর পরিচর্যা,প্রজনন স্বাস্থ্য সেবা ,০-৫ বছরের শিশুদের পরিচর্যা ও রোগ চিকিৎসা, বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান,ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত পরামর্শ প্রদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে  উদ্বুদ্ধকরণ,পরিবার পরিকল্পনার খাবার বড়ি,ইনজেকশন,কনডম,আইইউডি পদ্ধতির সেবা প্রদান ।

৪) কমিউনিটি ক্লিনিকঃ সীমিত আকারে সাধারন রোগীর সেবা,০-৫ বছরের শিশুদের পরিচর্যা ও চিকিৎসা বয়ঃসন্ধিকালীন কিশোর-কিশোরীদের সেবা প্রদান,ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে  উদ্বুদ্ধকরণ, পরিবার পরিকল্পনার খাবার বড়ি,ইনজেকশন ও কনডম  পদ্ধতির সেবা প্রদান ।

৫)বাড়ী পরিদর্শনের মাধ্যমে/ডমিসিলিয়ারী সার্ভিস /সেবাপ্রদানঃ সক্ষম দম্পতির তালিকাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ/নিবন্ধন,গর্ভবতির তালিকা প্রণয়ণ/সংরক্ষণ, নবজাতকের তালিকা প্রণয়ণ/সংরক্ষণ ও জন্মনিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে প্রেরণ, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত পরামর্শ প্রদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনে  উদ্বুদ্ধকরণ, পরিবার পরিকল্পনার খাবার বড়ি,ইনজেকশন ও কনডম  পদ্ধতির সেবা প্রদান ।স্বেচ্ছা বন্ধ্যাকরণ/পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি গ্রহনে ইচ্ছুক গ্রহীতাদের  উপজেলা এবং ইউনিয়ন  স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে  প্রেরণ,সম্পাদিত কার্যক্রমের মাসিক প্রতিবেদন ইউনিয়নের মাধ্যমে উপজেলা অফিসে প্রেরণ উঠান বৈঠক/দলগত সভানুষ্ঠানের মাধ্যমে পরিবার পরিকল্পনা কর্মসূচির ব্যপক প্রচারণা এবং স্থাণীয় প্রশাসন/উপজেলা পরিষদের কর্মসূচি বাস্তবায়নে চাহিদানুযায়ী অংশগ্রহণ।